কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। ২২ জুন, সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে (কুমেক) মারা যান তারা। এর মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। এতে করে জেলাটিতে উপসর্গে ৮৮ জনের মৃত্যু হলো। হাসপাতালটির সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এই তথ্য নিশ্চিত করেন।
কুমিল্লা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, রবিবার পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১৬ হাজার ২৬২ জনের। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৪ হাজার ৮৪৪ জনের। মোট করোনা পজিটিভ ২৬৮১ জন। রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৩০ জন। মোট সুস্থ ৭৭৭ জন।
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৮ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ১৫০২ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪৮০ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ১ লাখ ১৫ হাজার ৮৮৬ জন। আজ সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।
২২ জুন, সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলা/এনএস