বরিশালের গৌরনদীতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড পরিমান আরো ১৫জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, ব্র্যাক ব্যাংক টরকী শাখার কর্মকর্র্তা, গৌরনদী হাইওয়ে থানার এক কনেস্টবল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ষ্টাফসহ শাওড়া, বিল্লগ্রাম, চরগাধাতলী গ্রামের বাসিন্দা রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়িৎদ মোঃ আমরুল্লাহ। এ ছাড়া উল্লেখিত ব্যাংকের শাখাগুলো ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর লক-ডাউন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার মোট আক্রান্তের সংখ্যা ৫৬ জন। এর মধ্যে সুস্থ্য হযেছেন ৫ জন, অন্যত্র গিয়ে চিকিৎসা নিয়েছেন ৫জন ও পরলোক গমন করেছে একজন।