সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। ২২ জুন, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়। তাকে ওই মন্ত্রণালয়েরই দায়িত্ব দেয়া হয়েছে। যা আগামী ২৯ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) পদে নিযুক্ত ছিলেন।
সপ্তম ব্যাচের এই কর্মকর্তা পেশাগত পরিধির বাইরে নানা সামাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি মহাসচিব, বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, চেয়ারম্যান, জাতীয় সম্পত্তি বিষয়ক কমিটি, চেয়ারম্যান, বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনসহ একাধিক প্রতিষ্ঠানে সরব ভূমিকা রাখছেন।
তিনি কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৬ ও ২০১৮ সালে জনপ্রশাসন পদক লাভ করেন। এছাড়া দেশে -বিদেশে জনকল্যাণমুখী কাজের জন্য আইটিউ থেকে লাভ করেন ডাব্লিউআইএসআইএস পুরষ্কার।
প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন রতু এবং মা সৈয়েদা ইসাবেলা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। রেসিডেনসিয়াল স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেন। পরে আইন শিক্ষার অভিপ্রায়ে এল এল বি ডিগ্রী অর্জন করেন।
বাংলা/এনএস