যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে মুরগির মাংস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। মূলত নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে চীন। একই সঙ্গে বেইজিংয়ের পেপসির একটি ফ্যাক্টরিও বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে বেইজিংয়ের একটি পাইকারি বাজার থেকে সংক্রমণ ঘটে। এতে করে ২২ জন আক্রান্তকে চিহ্নিত করা হয়। এ কারণে কর্তৃপক্ষ শহরটির ২০ লাখ বাসিন্দাকে করোনার পরীক্ষা করিয়েছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের ওই কোম্পানিটির নাম টাইসন ফুডস। ওই কোম্পানিটির হিমায়িত মুরগির মাংস চীনে আমদানি করা হতো। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের একটি কারখানায় করোনার সংক্রমণ দেখা দেয়। এরপর সাময়িকভাবে আমদানি স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে চীনা কর্তৃপক্ষ জানায়, ওই কোম্পানি থেকে সাময়িকভাবে আমদানি স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে যেসব পণ্য চীনে পৌঁছে গেছে তা বাজেয়াপ্ত করা হবে।
প্রসঙ্গত, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ২২ জুন, সোমবার সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৯০ লাখ ৪৪ হাজার ৫৬৩ জনে দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৭০ হাজার ৬৬৫ জন।
বাংলা/এনএস