মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান সমর্থিত ওকলাহোমার তুলসা’য় তার প্রথম নির্বাচনী প্রচার সমাবেশ শুরু করেছেন। তবে প্রত্যাশার চেয়ে কম জনতার উপস্থিতিতেই ওই সমাবেশ করেন মার্কিন এই প্রেসিডেন্ট।
যদিও ট্রাম্প এই সপ্তাহের শুরুতে গর্ব করে বলেছিলেন, ওকলাহোমার তুলসা সেন্টারে উপস্থিত হওয়ার জন্য প্রায় ১ লাখ লোক টিকিটের জন্য অনুরোধ করেছেন। বাস্তবে দেখা গেলো ১৯ হাজার আসনের এই সেন্টারটিই পূর্ণ হয়নি। অনেক সিট ফাঁকা পড়ে ছিলো।
অথচ ট্রাম্পের পরিকল্পনা ছিলো সেন্টারটির ভেতরে জড়ো হওয়ার পরে ‘অতিরিক্ত’ যে সমর্থকেরা বাইরে বাইরে জড়ো হবেন তাদের উদ্দেশ্যেও তিনি বক্তব্য রাখবেন। রিপাবলিকান কেন্দ্রস্থল ওকলাহোমাতে সমর্থকদের উৎসাহিত করার জন্য প্রায় দুই ঘণ্টার দীর্ঘ বক্তৃতা করেন ট্রাম্প।
ট্রাম্প যখন সেন্টারের ভেতরে বক্তব্য রাখছিলেন তখন বাইরে তার বিরোধী সমর্থকেরা জড়ো হয়েছিলেন। যদিও এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। তবে, বক্তৃতায় ট্রাম্প এদেরকে ‘খুবই খারাপ মানুষ’ আখ্যায়িত করে বলেন এরা বাইরে জড়ো হয়েছে খারাপ উদ্দেশ্যে।
করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, তিনি কর্মকর্তাদের বলেছিলেন কোভিড -১৯ পরীক্ষাটি ধীরে করার জন্য। কিন্তু তারা তা শোনেনি। তারা খালি টেস্ট এবং টেস্ট করতে চায়। যদিও পরে তিনি একে রসিকতা বলে বর্ণনা করেন।
ট্রাম্পের এ জনসভায় অংশগ্রহণকারীদেরকে এ মর্মে অঙ্গীকারনামায় সই করতে হয় যেন তারা তাদের অসুস্থতার জন্য ট্রাম্পের প্রচারাভিযানকে যাতে দায়ী না করেন।
তবে কেন প্রাথমিকভাবে প্রত্যাশার চেয়ে উপস্থিতি কম ছিলো তা স্পষ্ট নয়। ট্রাম্প তুলসা স্টেডিয়ামে উপস্থিত জনতাকে তার ‘সমর্থক’ হিসাবে উল্লেখ করেছেন। একই সাথে আরো অধিক সমর্থককে উপস্থিত হতে না দেয়ার জন্য মিডিয়া এবং প্রতিবাদকারীদের দোষারোপ করেন।
বাংলা/এনএস