বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে পূর্ব বাংলার মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
৫০ ও ৬০ এর দশকে আওয়ামী লীগই হয়ে ওঠেছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার প্রধান চালিকাশক্তি। পরবর্তীতে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দলটিও এখন আওয়ামী লীগ।
শতাব্দীর শুরুতেই ভয়াবহ করোনাভাইরাসের মহামারীও সামাল দিতে হচ্ছে এই সরকারকেই। উদ্ভূত পরিস্থিতে ভিন্ন পরিবেশে বড় কোনো আয়োজন ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি।
দিবসটি উপলক্ষে প্রতিবছর দলটির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গৃহীত হলেও এবছর সীমিত আকারে ও অনলাইনভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সূর্যোদয়ের সময় কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ঢাকায় ধানমণ্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের শীর্ষ নেতাদের শ্রদ্ধা নিবেদন।
এছাড়াও আজ রাত সাড়ে আটটায় ‘গণমানুষের দল আওয়ামী লীগ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/awamileague.1949/) ও ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/user/myalbd/) সরাসরি ওয়েবিনারটি দেখা যাবে।
বাংলা/এসএ/