নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে সড়কে ঘুমন্ত অবস্থায় দুই নিরাপত্তাকর্মী (নাইটগার্ট) চলন্ত কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। আজ ২৩ জুন, মঙ্গলবার ভোরে ফতুল্লা বিসিক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গতরাত দেড়টার দিকে তারা দুর্ঘটনার শিকার হন।
জানা গেছে, বিসিকের ২নং সড়কের ৫নং গলিতে অবস্থিত একটি কোম্পানির নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন ওই দুই ব্যক্তি। তাদের এক জনের বয়স আনুমানিক ৩৮ বছর ও অপরজনের বয়স সত্তরের কোটায়।
বিসিক সূত্র ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, কর্তব্যরত অবস্থায় রাতে কোম্পানির সামনের সড়কে ঘুমিয়ে পড়েন ওই দুই নিরাপত্তাকর্মী। রাত দেড়টার দিকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের ওপর দিয়ে চলে যায়।
ভোররাতে অন্য নিরাপত্তাকর্মীরা সড়কে তাদের লাশ দেখতে পুলিশে জানায়। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাসসের জানান, বিসিকের ২নং সড়কের ৫নং গলিতে দুইজন নিরাপত্তাকর্মীর লাশ পাওয়া গেছে। তাদের আনুমানিক বয়স ৩৮ ও ৭০।
তাদের নাম-পরিচয় জানতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলা/এসএ/