সম্প্রতি ভারতের দাবি করা তিনটি ভূখণ্ড মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করেছে নেপাল। এবার বিহারে একটি বাঁধ সংস্কারের কাজ বন্ধ করে দিলো দেশটি। বিষয়টি ইতোমধ্যেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
২৩ জুন, মঙ্গলবার এ বিষয়ে একটি জরুরি বৈঠকেও করেছেন নীতীশ কুমার। এতে করে বর্ষাকালে বিহারের মানুষ প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিহারের রাজ্য সরকারের মন্ত্রী সঞ্জয় ঝা। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
ওই প্রতিবেদনে বলা হয়, নেপাল সীমান্তে অবস্থিত পূর্ব চম্পারণ জেলায় গণ্ডক বাঁধ সংস্কারের কাজ করছিল বিহারের জলসম্পদ দপ্তর। কিন্তু, ওই এলাকাটি নিজেদের বলে দাবি করে বাঁধ সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছে নেপাল।
রাজ্যটির প্রশাসন জানায়, বহুদিন আগেই লালবাঁকি নদীর উপরে গণ্ডক বাঁধ তৈরি হয়েছে। এতদিন এই বিষয়টি নিয়ে কোনো সমস্যা ছিলো না। এখন সেই বাঁধ সংস্কারের কাজ করার সময় বাধা দিয়েছে নেপাল। ওই এলাকাটি তাদের বলে দাবি জানিয়ে জোর কাজ বন্ধ করে দেয়। এর ফলে বর্ষাকালে বিহারের বিস্তীর্ণ এলাকার মানুষ প্রচণ্ড সমস্যায় পড়বেন।
বিহার প্রশাসনের সূত্রে মতে, নেপালের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে মীমাংসার চেষ্টা হয়েছিল। কিন্তু কোনো কথারই গুরুত্ব দিচ্ছে না তারা। বাধ্য হয়ে এই ঘটনার কথা ভারতে অবস্থিত নেপালের দূতাবাসে ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
বাংলা/এনএস