সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের ভ্যাকসিন বৃহত্তর পরিসরে ক্লিনিকাল ট্রায়াল চালানোর অনুমোদন পেয়েছে চীন ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)।
নিজ দেশে যথেষ্ট সংখ্যক রোগীর অভাবের কারণে চীন বিদেশে সম্ভাব্য ভ্যাকসিনগুলোর পরীক্ষা করার চেষ্টা করছে।
বিশ্বজুড়ে এক ডজনেরও বেশি ভ্যাকসিনের পরীক্ষা চলছে। যদিও তাদের মধ্যে কেউ এখনও সফলভাবে ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে কার্যকারিতা নির্ধারণের জন্য “ফেজ ৩” পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করতে পারেনি। এরই মধ্যে মারা গেছে সারা বিশ্বে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ।
এই জাতীয় পরীক্ষার জন্য হাজার হাজার অংশগ্রহণকারী প্রয়োজন হয় এবং সাধারণত সেইসব দেশে ভ্যাকসিনের পরীক্ষা করা হয় যেখানে সংক্রমনের বিস্তৃতি রয়েছে, যাতে ভ্যাকসিনটি বাস্তবে প্রয়োগ করে এর কার্যকারিতা লক্ষ্য করা যায়।
সিএনবিজি আমিরাতে ভ্যাকসিন পরীক্ষা করার জন্য একটি ওয়েইবো সোশ্যাল মিডিয়া পোস্টে এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
সরকারী মালিকানাধীন জাতীয় ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফর্ম) এর অনুমোদিত সিএনবিজির ইউনিট দুটি সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করেছে, যা একসাথে চীনে আগের পরীক্ষাতে ২ হাজারেরও বেশি লোককে দেওয়া হয়েছিল।
এছাড়া বিদেশে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করতে চাইছেন এমন অন্যান্য চীনা সংস্থাগুলোর মধ্যে ক্লোভার বায়োফর্মাসিউটিক্যালস রয়েছে, যেটা অস্ট্রেলিয়ায় অংশগ্রহণকারীদের উপরে প্রাথমিক গবেষণায় প্রয়োগ করা হয়েছিলো। অন্যদিকে সিনোভাক বায়োটেক ব্রাজিলে ৯০০০ জন স্বেচ্ছাসেবীর উপরে তাদের তৃতীয় ধাপের ভ্যাকসিন প্রয়োগ করে এর ফলাফল যাচাই করবে বলে আশা করা যাচ্ছে।
আপনার মন্তব্য লিখুন