ট্রাক-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল ২৩ জুন, মঙ্গলবার রাত ৯ টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদোসুকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- দুওসুও ইউনিয়নের সুপারিপাড়া গ্রামের ওয়াহাব আলীর ছেলে সাদেকুল ইসলাম, বালিয়াডাঙ্গীর বালাপুর গ্রামের সোলেমান আলী ছেলে থ্রি হুইলার চালক শহিদুল ইসলাম ও নওগাঁ জেলার বাদাল চান পুর গ্রামের ইকি উদ্দিনের ছেলে ইয়াকুব আলী। নিহতদের তিনজনই থ্রি-হুইলারে ছিলেন।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিজার রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করি।’
স্থানীয়রা অপর একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।
আহত দুই জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ট্রাকটি বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। আর থ্রি হুইলারটি ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী আসছিল। পথে কালমেঘ কাদোসুকা এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইটি যানবাহনই দুড়মেমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয় বলেও জানান তিনি।
বাংলা/এসএ/