ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বলকান অঞ্চলের দেশ উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রিসসীমান্তের কাছাকাছি মহাসড়ক থেকে গত ২২ জুন, সোমবার তাদের আটক করা হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এ বিষয়ে গতকাল ২৩ জুন, মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দেয় নর্থ মেসিডোনিয়ার পুলিশ।
তাদের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় সোমবার নিয়মিত টহলের সময় ৬৪ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের সবাই বাংলাদেশের নাগরিক। তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।
গ্রিসের সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি একটি মহাসড়ক থেকে তাদের আটকের পর সীমান্তের কাছে গেভেগেলিজা নামে একটি শহরে স্থানান্তর করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দেশটির পুলিশ। তবে তাদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
উন্নত জীবনের আশায় প্রতিবছরই বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়েই অবৈধ পথে ইউরোপীয় দেশগুলোতে প্রবেশের চেষ্টা চালান। এদের মধ্যে বিপুলসংখ্যক বাংলাদেশিও ভয়ংকর পথ পাড়ি দেন।
বিশ্লেষকরা জানান, অবৈধ এসব রুটের অন্যতম একটি রুট হলো যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে কথিত ‘বলকান অভিবাসন রুট’। তবে ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে এই রুট।
এছাড়া বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গ্রিসের সাথে উত্তর মেসিডোনিয়ার সীমান্তও বন্ধ রয়েছে। তবে সরকারিভাবে সীমান্ত বন্ধ থাকলেও সেখান দিয়ে এখনো মানবপাচার অব্যাহত রয়েছে বলে দেশটির পুলিশ সূত্র জানিয়েছে।
গত মাসেই অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন।
বাংলা/এসএ/