সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন ।২৩ জুন, মঙ্গলবার রাতে এসব হামলা চালায় দেশটি। তবে এসব হামলা অনেকটাই সফলভাবে মোকাবেলা করেছে সিরিয়া বিমান প্রতিরক্ষা বাহিনী।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে পার্সটুডে।
এ বিষয়ে সানা জানায়, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদা, পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর এবং মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে একইসময়ে এসব হামলা চালায় ইসরায়েল।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলতার সাথে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলা করেছে। তবে সোয়াইদা প্রদেশের সালখাদ শহরের একটি সামরিক অবস্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়াও বেশ কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গতকালই সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূমধ্যসাগরের উপকূলবর্তী জাবলে শহরে একটি অপরিচিত ড্রোন ভূপাতিত করে। এর কয়েক ঘন্টা পর ইসরায়েল এসব ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন