প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক বিচারক ফেরদৌস আহমেদের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশে কোনো বিচারকের মৃত্যুর ঘটনা এটাই প্রথম। ২৪ জুন, বুধবার রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রয়াত ফেরদৌস আহমেদের লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রিচারক হিসেবে কর্মরত ছিলেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মোহাম্মদ সাইফুর রহমান বলেন, করোনাভাইরাসে এটাই প্রথম কোনো বিচারকের মৃত্যু। ফৌরদৌস আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫৮২ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬ জন। ২৪ জুন, বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন