প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী আঘাত হেনেছে অর্থনীতিতেও। ফলে কর্মহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। এমতাবস্থায় ঢাকা ছাড়তে শুরু করেছে এসব মানুষ। এ কারণে মহানগরীর ভবনে ভবনে ঝুলছে টু-লেট। কর্মহীন হয়ে পড়ায় বাসাভাড়া মেটাতে না পেরে শহর ছাড়ছেন তারা।
এই পরিস্থিতি অব্যাহত থাকলে ঢাকার বাড়িওয়ালারাও কঠিন সমস্যার মুখে পড়বেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে বাড়িভাড়া সমন্বয়ের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
এর আগে রাজধানীতে যেসব বাড়িতে সর্বোচ্চ একটি টু-লেট ছিল, এখন সেখানে ঝুলছে ৪ থেকে ৫টি টু-লেট। ঢাকার অন্যতম আবাসিক এলাকা মোহাম্মদপুর ঘুরে এমন বাড়ি কমই পাওয়া গেছে, যেখানে নেই কমপক্ষে দুই থেকে তিনটি টু-লেট। একই চিত্র ধানমন্ডি, মিরপুরসহ অন্য এলাকাগুলোতেও।
এই পরিস্থিতি থেকে ভাড়াটিয়াদের উদ্ধার করতে এখনই কঠোর পদক্ষেপের তাগিদ দিচ্ছেন বাড়িভাড়া নিয়ে রিটকারী আইনজীবী। এ বিষয়ে আইনজীবী অ্যাড. মনজিল মোরশেদ বলেন, অসাধু বাড়ির মালিক যারা আছেন, তারা ভাড়াটিয়াদের হয়রানি করছেন, এখন তাদের বোঝা উচিত সবাই চলে যাচ্ছে।
এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, নতুন করে ভাড়া নির্ধারণের বিষয়টি ভাবা হচ্ছে। যিনি ভাড়া নিচ্ছেন সেটার ওপর তার জীবন চলছে। আর ভাড়াটিয়ার চাকরি না থাকলে সে কীভাবে ভাড়া দেবে।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন