রাজশাহীতে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। চেয়ার বসা অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত ওই আইনজীবীর নাম কৃষ্ণ কমল দত্ত (৮৫)। ২৬ জুন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারে নিস্তেজ অবস্থায় তাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
কিন্তু করোনায় মৃত্যু হয়েছে এমন শঙ্কার কারণে বেলা সাড়ে ১২টা পর্যন্ত থেকে কেউ তার কাছে যাননি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একা বসবাস করতেন আইনজীবী কৃষ্ণ কমল দত্ত। তার সঙ্গে স্ত্রীর মনোমালিন্য হয়। এরপর থেকে তার স্ত্রী বাবার বাড়িতেই থাকে। তাদের কোনো সন্তানও নেই।
আরো জানা গেছে, হঠাৎ করে তিনি অসুস্থতা বোধ করায় গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে তাকে পাঠানো হয় খ্রিষ্টান মিশন হাসপাতালে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসাসহ কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেয়।
জানা গেছে, কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দল খবর পেয়ে তার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কৃষ্ণকুমারের দেহটি সৎকার করার উদ্যোগ নেবেন বলেও জানায়।
বাংলা/এনএস