চবি প্রতিনিধিঃ
লকডাউন আর কোয়েরান্টাইনের অতিষ্ঠ জীবনে একটু স্বস্তি ও প্রতিযোগিতার অনুভূতি ফিরিয়ে দিতে গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে “গ্রীণ ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি কনটেস্ট।”
প্রতিযোগীতাটি আগামী মাসের ১০ জুলাই পর্যন্ত চলবে।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০ জন বিজয়ীর জন্যে রয়েছে পুরস্কার। প্রথম পুরষ্কার নগদ ১৫০০টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ১০০০টাকা, তৃতীয় পুরষ্কার নগদ ৭০০টাকা, চতুর্থ পুরষ্কার নগদ ৫০০টাকা, পঞ্চম পুরষ্কার নগদ ৫০০টাকা এবং ষষ্ঠ থেকে দশম পর্যন্ত সবাইকে ক্রেস্ট দেওয়া হবে।
ছাড়াও অংশগ্রহণকারী সকলকে গ্রীণ ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ফটোগ্রাফি কন্টেস্টের সনদ দেওয়া হবে।
নিন্মের লিংকে রেজিষ্টেশন করে অংশগ্রহণের ছবি রেজিস্ট্রেশনের অপশনে সাবমিট করে দিলেই হবে। রেজিস্ট্রেশনের ফি হিসেবে প্রতিযোগীকে একটি গাছ লাগাতে হবে।যার ছবি প্রতিযোগিতার ছবির সাথে পাঠাতে হবে।পরবর্তীতে প্রতিযোগীর বৃক্ষের ছবিটি দিয়ে বৃক্ষরোপনের এলবাম করা হবে।
এবিষয়ে আয়োজন কমিটির আহবায়ক ফারুকুল ইসলাম বলেন, হাতের কাছে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এবং প্রকৃতির প্রতি সচেতনতাবোধ সৃষ্টির লক্ষ্যে আমাদের এই আয়োজন।
আমাদের প্রধান উদ্দেশ্য সবুজ পৃথিবী বি- নির্মান। তার অংশ হিসেবে প্রকৃতি প্রেমী এবং বৃক্ষরোপণে তরুণদের অনুপ্রাণিত করা।
রেজিস্ট্রেশন লিংকঃ
https://docs.google.com/…/1FAIpQLSfd8Mqnr5x7EFJAx…/viewform…