ভারতে আন্তর্জাতিক উড়ান চালু নিয়ে এমনিতেই ‘ধীরে চলো ’নীতি নিয়েছে সরকার ৷ জুলাইয়ের শুরুর থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিলেও আপাতত তা আরও পিছিয়ে দিল সরকার ৷
শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, আগামী ১৫ জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ভারতমুখী বা ভারত থেকে ছাড়া আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
লকডাউনের পর দেশে ডোমেস্টিক উড়ান পরিষেবা চালুর পরেই যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণের খবর মাঝেমধ্যেই পাওয়া গিয়েছে ৷ আন্তর্জাতিক উড়ান চালুতে তাই কোনও প্রকার তাড়াহুড়ো করতে চাইছে না ভারত সরকার ৷ আগামী ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা।