ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে বেড়েই চলেছে মৃত্যু। গত ২ মে শুরুর পর থেকে গত ২৫ জুন, বৃহস্পতিবার পর্যন্ত এখানে ৭৭১ জনের মৃত্যু হয়েছে। সে হিসেবে দিনে গড়ে ঢামেকের করোনা ইউনিটে ১৪ জন করে রোগী মারা যাচ্ছেন।
হাসপাতালের মর্গ সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যুবরণকারী ৭৭১ জনের মধ্যে ১৭৩ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। করোনা ইউনিটে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছেন অধিকাংশ ব্যক্তি।
২২ জুন পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৭০ জন রোগী। এরমধ্যে ১ হাজার ৩৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ভর্তি রোগীর সাপেক্ষে ২১ শতাংশের বেশি রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে উপসর্গ আছে এমন অনেক রোগীদের অধিকাংশেরই মৃত্যুর আগে-পরে করোনাভাইরাসে পরীক্ষা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছেন। আর সাধারণ মৃত্যুর ক্ষেত্রে তো পরীক্ষা হয়ই না। চিকিৎসকরা বিশেষভাবে পরামর্শ দিলেই কেবল মৃত ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন