পাকিস্তান চলতি অর্থবছর শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ২৬ জুন, শুক্রবার রাতে এ ঘোষণা করা হয়। এই ঘোষণার পরদিন ২৭ জুন, শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যেমে ব্যাপকভাবে নিন্দা প্রকাশ করা হয়।
এদিকে করোনাভাইরাস মহামারীজনিত কারণে দেশটির অর্থনীতি ৬৮ বছরে প্রথমবারের মতো দারুণ সংকুচিত হয়ে পড়েছে। অবশ্য দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ক্ষমতায় আসার পর ২০১৮ সাল থেকেই পাকিস্তানের অর্থনীতিতে অবিচ্ছিন্ন অবনতি শুরু হয়েছে।
এদিকে দাম বৃদ্ধির এ হার পেট্রোলিয়াম পণ্যের উপর নির্ভর করে ২৭% থেকে ৬৬ % পর্যন্ত হবে বলে শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে।
ইসলামাবাদ জানিয়েছে, ৩০ জুন শেষ হওয়া বিদায়ী অর্থবছরে এর জিডিপি প্রাথমিকভাবে অনুমিত ২.৪% প্রবৃদ্ধির পরিবর্তে ০.৪% হ্রাস পাবে বলে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
গত মার্চ মাসের পর থেকে করোনাভাইরাসের ফলে লকডাউনে যাওয়ায় পাকিস্তান। যা দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। যদিও মে মাস থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এর ফলে আবার দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যাও বেড়ে গিয়েছে।
বাংলা/এনএস