ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীর নাম লাইজু বেগম (১৬)। নিখোঁজের চারদিন পর তার লাশ উদ্ধার হয়। ২৭ জুন, শনিবার সকালে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের লম্বাহাটি গ্রামের একটি খাল থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
মৃত লাইজু বেগম ওই গ্রামের চুন্ন মিয়ার মেয়ে। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে পুলিশের তদন্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, নিখোঁজ হওয়ার পর তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো জিডি হয়নি। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে কিশোরীর বাড়ির পাশে খালের পানিতে অর্ধগলিত লাশটি পড়ে থাকতে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, খালের পানিতে পড়ে থাকায় দেহের সারা শরীরের বিভিন্ন অংশে পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন