টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়া ট্রাকে ঘুমন্ত অবস্থায় তিন জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল রাতে ঢাকা থেকে লোহার পাত ভর্তি একটি ট্রাক (বগুড়া ট-১১-২৩৩৯) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায় ট্রাকটি।
এ সময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিনজনের ওপর পড়লে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই আহত অবস্থায় পালিয়ে যান ট্রাকের চালক ও হেলপার।
সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে পুলিশ। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয়েছে।
নিহতদের পরিচয় এখনো পাওয়া না গেলেও তারা পাবনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন