করোনা পরিস্থিতিতে বন্ধ হওয়া অন্যান্য রিটেইলাররা যেখানে ধীরে ধীরে তাদের রিটেইল দোকানগুলো বন্ধ করছে সেখানে উল্টো পথে হাটলো সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। প্রচলিত দোকানগুলো স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। খবর টেকক্রাঞ্চ।
দোকান বন্ধ করলেও চলতি প্রান্তিকে মাইক্রোসফটকে ৪৫ কোটি মার্কিন ডলার গুনতে হবে। অনলাইনে গ্রাহকসেবা চালিয়ে যাওয়ার পাশাপাশি এই খাতে বিনিয়োগও করবে মাইক্রোসফট।
সফটওয়্যার জায়ান্টটি জানিয়েছে, বিক্রয় কেন্দ্রগুলোতে নিয়োজিত কর্মীরা অনলাইন সেবায় সহায়তা করবেন। তবে এতে কোনো কর্মী ছাঁটাই হবে কিনা সেটি জানানো হয়নি।
তবে কিছু ব্যতিক্রম থাকছে। লন্ডন, নিউ ইয়র্ক সিটি, সিডনি এবং নিজস্ব ক্যাম্পাস রেডমন্ড, ওয়াশিংটনে অবস্থিত ফ্ল্যাগশিপ শপগুলো বন্ধ হচ্ছে না।
এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচলিত দোকানোর পরিবর্তে এক্সপেরিয়েন্স সেন্টার রাখতে চায় মাইক্রোসফট। ফলে সেখানে থেকে পণ্য কেনার সুযোগ থাকছে না।