কনজ্যুমার পণ্যের জায়ান্ট ইউনিলিভার জানিয়েছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে আর কোনো বিজ্ঞাপন দেবে না তারা। এর আগে বেভারেজ জায়ান্ট কোকা-কোলা কমপক্ষে একমাস এই তিন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ইউটিউবেও বিজ্ঞাপন না দেয়ার ঘোষনা দিয়েছে। খবর সিনেট।
এক বিজ্ঞপ্তিতে ইউনিলিভার জানিয়েছে, চলমান জটিল পরিস্থিতিতে বিশ্বাসযোগ্য এবং নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে জানতে, মানতে এবং কার্যক্রম পরিচালনা করতে ব্র্যান্ডগুলোর উপর বিশেষ দায়িত্ব চলে এসেছে। আমরা যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া নিউজফিড প্লাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে ব্র্যান্ড বিজ্ঞাপন দিবো না।
ইউনিলিভার জানিয়েছে, এখন থেকেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে এবং চলতি বছরের শেষ নাগাদ অব্যহত থাকবে।
মিডিয়া বায়িংয়ের ক্ষেত্রে ইউনিলিভার হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিজ্ঞাপনদাতা কোম্পানি। ২০১৯ সালের হিসাব অনুযায়ী কোম্পানিটি বছরে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার এই খাতে খরচ করেছে।
ইউনিলিভারের এই ঘোষণার পর ফেসবুকের শেয়ার ৬ শতাংশের বেশি এবং টুইটারের শেয়ার প্রায় ৭ শতাংশ নিম্নমুখী হয়েছে।
আপনার মন্তব্য লিখুন