ভারতে লকডাউন কাটিয়ে উঠে আনলক শুরু হলেও এখনও অনেক কিছু বিষয় বিধিনিষেধ থেকেই গিয়েছে।যেমন বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠান বাড়িতে আমন্ত্রিতদের তালিকা। কোনওভাবেই তা যেন ৫০-র সংখ্যাকে অতিক্রম না করে। এই ব্যাপারে কড়া বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
করোনা সংক্রমণ ছড়ানোর ভয়েই এই সিদ্ধান্ত। কিন্তু এমন অনেকেই রয়েছেন, যারা হয়তো সব জেনেশুনেও নিয়ম মানার পরোয়া করেন না। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের ভিলওয়াড়া জেলায়। যেখানে নিজের ছেলের বিয়েতে ৫০-এর বেশি আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের আমন্ত্রণ জানান পাত্রের বাবা।
গত ১৩ জুন ভিলওয়াড়া জেলার ভদদা মহল্লায় ওই বিয়ের অনুষ্ঠান ছিল। করোনা আতঙ্কের মধ্যেই খুব ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়েবাড়ির আমন্ত্রিতদের তালিকায় অন্তত ১৫ জনের টেস্টের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এবং এক জনের মৃত্যুও ঘটে ৷ যার জেরে প্রশাসনের পক্ষ থেকে মোট ৬.২৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পাত্রের বাবাকে। তার বিরুদ্ধে বিয়েবাড়ির কোভিড পরবর্তী নিয়মকানুন না মানার অভিযোগ।