ঢাকা-সিলেটে মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ২৮ জুন, রবিবার রাত ৯টার দিকে উপজেলার ইটাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের মকসুদ আলীর ছেলে মাসুক মিয়া (৩৫) ও একই উপজেলার কামালপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুমন মিয়া (২৫)।
পুলিশ সূত্র জানায়, রবিবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে মাধবপুরের দিকে যাচ্ছিলেন মাসুদ ও রোমান। তারা ইটাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে কুমিল্লা থেকে আসা সিলেটগামী একটি শুঁকটিবোঝাই ট্রাক তাদের চাপা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী মাসুক ও রুমন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে ট্রাক ও চালক কবির মিয়াকে (২৫) আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলা/এসএ/