অর্ধশতাধিক যাত্রী নিয়ে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে ‘মর্নিং বার্ড’ নামের একটি লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী-শিশুসহ ১৬ জনের মরদেহ উদ্ধা করা হয়েছে। আজ ২৯ জুন, সোমবার বেলা ১২টা পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী উদ্ধার কাজ চলছে। সকাল ১০টার দিকে শ্যামবাজার ফরাশগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
জানা যায়, ‘মর্নিং বার্ড’ নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে সকাল পৌনে ৮টার দিকে শতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে সকাল ১০টার দিকে ফরাশগঞ্জ এলাকায় ‘ময়ূর-২’ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায় সেটি।
কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ‘ময়ূর-২’ নদীতে নামানোর সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যদের সাথে স্থানীয় লোকজনও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
সংবাদ পেয়ে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। ডুবে যাওয়া লঞ্চে থাকা যাত্রীদের স্বজনরা নদী তীরে ভিড় করছেন।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন