পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জ ভবনে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আজ ২৯ জুন, সোমবার সকাল ৯টা নাগাদ জঙ্গিরা ভারতের মুম্বাইয়ে ‘২৬/১১ হামলা’র কায়দায় সেখানে হামলা চালায়। এখনো বিল্ডিংটির ভেতরে গোলাগুলি হচ্ছে।
জিও নিউজসহ দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, করাচির হাই সিকিউরিটি জোনে অবস্থিত পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ওই বিল্ডিংয়ে সকাল ৯টার দিকে হানা দেয় একদল জঙ্গি। তারা বিল্ডিংটির প্রবেশপথে গ্রেনেড ফাটিয়ে বিল্ডিংয়ে ঢুকে এলোপাতারি গুলি চালাতে শুরু করে।
হামলা চলাকালে গুলিবিদ্ধ হয়ে এ পর্যন্ত পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত চার জঙ্গির নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
আরো দু-একজন জঙ্গি এখনো বিল্ডিংয়ে লুকিয়ে রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। গোটা এলাকা সিল করে বিল্ডিংটি ফাঁকা করার কাজ করছে নিরাপত্তা কর্মীরা। আর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা/এসএ/