নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছে ভারত। এমন দাবি করেছেন স্বয়ং কেপি শর্মা। এমন সময় তিনি এই দাবি করলেন, যখন চীন-ভারত দ্বন্দ্বের মধ্যেই ভারতের দাবি করা তিনটি ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে মানচিত্র তৈরি করেছে নেপাল।
এমনকি সংবিধান সংশোধন করে সেই মানচিত্রকে পার্লামেন্টে পাসও করেছে নেপাল। ২৮ জুন, রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন নেপালের প্রধানমন্ত্রী। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
এ সময় কেপি শর্মা ওলি বলেন, ‘নেপালের সংবিধান সংশোধনের পর থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দিল্লি। নতুন মানচিত্র তৈরির জন্যই আমার প্রতিপক্ষদের উসকানি দিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। না হলে নেপালের সংবিধান সংশোধনের বিষয় নিয়ে দিল্লিতে বৈঠক করার কী দরকার? এর পিছনে আসল উদ্দেশ্য হল আমার সরকারকে ক্ষমতা থেকে সরানো।’
তিনি আরো বলেন, ‘যদিও এই চেষ্টায় কোনোভাবেই সফল হবে না তারা। কারণ নেপালের জাতীয়তাবাদ এতো ঠুনকো নয় যে কেউ বাইরে থেকে সরকার ফেলে দেবে। আমিও কোনোভাবে বাইরের কোনো শক্তির কাছে মাথা নত করবো না। কারণ আমি সরে গেলে নেপালের জাতীয়তাবাদ ও সীমানা নিয়ে দাবি জানানোর আর কেউ নেই।’
বাংলা/এনএস