হাসপাতালে চিকিৎসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। গতকাল ২৯ জুন, সোমবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে তিনি ডা. জাফরুল্লাহ’র চিকিৎসার খোঁজ-খবর নেন।
গতকাল রাত পৌনে ১২টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
পোস্টে বলা হয়, ‘আজ সোমবার (জুন ২৯, ২০২০) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার খোঁজ-খবর নিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আসেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।’ সাথে ডা. শওকত আলী আরমানের তোলা দুই জনের আলাদা ছবিও পোস্ট করা হয়।
দেশের চিকিৎসাব্যবস্থাসহ নানা বিষয়ে উচ্চকণ্ঠ ডা. জাফরুল্লাহ চৌধুরী কিছুদিন আগে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর চিকিৎসায় বর্তমানে তিনি করোনামুক্ত আছেন। তবে নিউমোনিয়া ও গলায় ব্যথা থাকায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা চলছে।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন