ফোনের দাম কমানোর জন্য প্রতিষ্ঠানগুলো ফোনের সাথে বিভিন্ন ডিভাইস দেয়া বন্ধ করে দিয়েছে। এবার আইফোনে ১২-তে চার্জার এবং এয়ারপড পাচ্ছেন না আইফোন প্রেমীরা।
একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, কোম্পানি আইফোন ১২ এর বাক্স থেকে চার্জার ও সরিয়ে নিচ্ছে। যদিও কিছুদিন আগেই জানা গিয়েছিল অ্যাপল আইফোন ১২ সিরিজের জন্য ২০ ওয়াটের চার্জার নিয়ে আসবে। তবে ৯টু৫ম্যাক থেকে জানানো হয়েছে, ২০ ওয়াটের চার্জার কোম্পানি আনছে, তবে সেটি আলাদাভাবে কিনতে হবে। এর আগে কোম্পানি আইফোন ১১ প্রো ফোনের জন্য ১৮ ওয়াটের চার্জার এনেছিল।
রিপোর্ট অনুযায়ী, অ্যাপল তাদের আইফোন ১২ সিরিজের দাম কম রাখতেই ইয়ারপডস ও চার্জার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইেফান ১২ এবং আইফোন ১২ ম্যাক্সের ফোরজি ভার্সনের দাম হবে যথাক্রমে ৫৪৯ ডলার এবং ৬৪৯ ডলার। অন্যদিকে ফাইভজি ভার্সন কিনতে গেলে ৬৪৯ ডলার এবং ৭৪৯ ডলার দাম পড়তে পারে। যার পরে মনে করা হচ্ছে কয়েক বছর পর অ্যাপল সাশ্রয়ী মূল্যে আইফোন আনতে চলেছে।
এর আগে জন প্রোসার, এন্ট্রি-লেভেল ৫.৪-ইঞ্চি আইফোন-এর জন্য দাম অনুমান করেছিলেন ৬৪৯ ডলার। এছাড়া, ওয়েডবুশ সিকিওরিটিজ-এর ড্যানিয়েল আইভস-এর এক অ্যানালিস্ট পূর্বাভাস দিয়েছিলেন ২০২০ সালে আসন্ন ৫.৪-ইঞ্চি ডিসপ্লের আইফোন ১২ এর একটি সস্তা সংস্করণ থাকতে পারে।
একটি প্রতিবেদন থেকে আরো জানা গেছে, নতুন সিরিজে আইফোন ১২ এবং আইফোন ১২ ম্যাক্সের সাইজ হবে যথাক্রমে ৫.৪ ইঞ্চি এবং ৬.১ ইঞ্চি। অন্যদিকে আইফোন ১২ প্রো-এর সাইজ ৬.১ ইঞ্চি, এবং আইফোন প্রো ম্যাক্সের সাইজ ৬.৭ ইঞ্চি হতে পারে। চারটি ফোনই, আইফোন এক্সের মতো ডিজাইন প্রদর্শন করতে পারে। এছাড়াও মনে করা হচ্ছে, আগের মডেলগুলির তুলনায় এতে আপডেটেট অটোফোকাস থাকতে পারে।