প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। ২ জুলাই, বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে আসিফ আহমেদ বলেন, ‘প্রতিমন্ত্রী করোনায় পজেটিভ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে স্যারের করোনা পজেটিভ থাকলেও তিনি সুস্থ আছেন।’
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ১৯২৬ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪০১৯ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। আজ সুস্থ হয়েছে ৪৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৩৬ জন।
২ জুলাই, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলা/এনএস