ভারতে দুষ্কৃতীদের সঙ্গে বন্দুকযুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপারসহ আট জন নিহত হয়েছে। ২ জুলাই, বৃহস্পতিবার গভীর রাতে দেশটির উত্তরপ্রদেশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ওউ অতিরিক্ত পুলিশ সুপারের নাম দেবেন্দ্র মিশ্র। ওই রাতে দাগি আসামি বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ।
স্থানীয় বিকরু গ্রামে পুলিশকে আটকাতে এলোপাথারি গুলি চালায় বিকাশ দুবের লোকেরা। ছাদের উপর থেকে পুলিশকে লক্ষ করে গুলি করা হয়। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
এ সময় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান স্থানীয় শিবাজিপুর থানার অফিসারসহ আট পুলিশ। বিকাশ দুবের বিরুদ্ধে ২০০১ সালে উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী সন্তোষ শুক্লা খুন করার অভিয়োগ রয়েছে। তাকে গ্রেপ্তার করতেই গতকাল ওই অভিযান পরিচালনা করেছিল পুলিশ।
জানা গেছে, বিকাশ দুবে নামে দুষ্কৃতী ও তার সঙ্গীরা পুলিশ টিমকে লক্ষ্য করে ছাদ থেকে গুলি করতে শুরু করে। এরপর বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের অতিরিক্ত সদস্য। এরপর জোলার সমস্ত এলাকা সিল করে দেয়া হয়েছে। গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করা হয়।
বাংলা/এনএস