চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালকের পদ হারানোর পর এবার হেফাজতে ইসলামের মহাসচিবের পদও হারাতে যাচ্ছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। সম্প্রতি তাকে ঘিরে হেফাজতের আমির আল্লামা শফিপুত্র আনাস মাদানীর বক্তব্যের অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর এ গুঞ্জন আরো ডাল-পালা মেলেছে।
আনাস মাদানীর তীর্যক মন্তব্য সামলাতে হিমশিম খাচ্ছেন বাবুনগরী। তবে বিষয়টি নিয়ে তিক্ততা না বাড়িয়ে আল্লামা শফির সঙ্গে নীরবে তিনি বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন বলেও আভাস মিলেছে।
তবে সংগঠনের আমির আল্লামা আহমদ শফির পক্ষ থেকে হেফাজত ইসলাম পুনর্গঠনের প্রক্রিয়ার বিষয়ে পাওয়া তথ্যানুযায়ী, বাবুনগরীকে মহাসচিব পদ থেকে সরেই যেতে হচ্ছে। সে ক্ষেত্রে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন, সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ অথবা নাজিরহাট বড় মাদ্রাসার নবনিযুক্ত মোহতামীম মুহাম্মদ সলিমুল্লাহ। আর উভয়েই আল্লামা শফির খুব ঘনিষ্ঠ হওয়ায় এ বিষয়েই সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে সম্প্রতি আল্লামা আহমদ শফি অসুস্থ থাকার সুযোগে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মোহতামীম ও হেফাজতের আমিরে পদাসীন হওয়ার জন্য তৎপর হয়ে উঠেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
এতে তার উপর চরমভাবে ক্ষুব্ধ হন হেফাজত আমির পুত্র আনাস মাদানীসহ অনুসারী আলেমরা। যে কারণে মাদ্রাসার শুরা মজলিসের বৈঠকে বাবুনগরীকে মাদ্রাসার সহকারী পরিচালক থেকে সরিয়ে শেখ আহমদকে পদাসীন করেন আল্লামা শফি।
বাংলা/এসএ/