প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রথম থেকেই মাস্ক ব্যববহারের পরামর্শ দিয়ে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই সরকারও জোর দিয়েছে মাস্ক ব্যবহারের উপর। কিন্তু তাই বলে সোনার মাস্ক? হ্যাঁ, এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।
করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সোনার মাস্ক বানিয়ে নেন শঙ্কর কারাডে। তার এই মাস্কের দাম ২.৮৯ লাখ টাকা। শঙ্কর মহারাষ্ট্রের পুনে জেলার পিম্প্রি ছিন্দওয়াড়ার বাসিন্দা। তার এমন কাণ্ড দেখে এলাকাবাসীও হতবাক। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম জিনিউজন।
দেশটির গণমাধ্যমের কাছে শঙ্কর জানান, সোনার এই মাস্ক খুবই পাতলা। এর ওপরে খুব সূক্ষ ছিদ্র করা রয়েছে। শ্বাস নিয়ে কোনো অনুবিধে হবে না। তবে বুঝতে পারছি না করোন আটকাতে এই মাস্ক কোনো কাজ দেবে কিনা।
তিনি আরো জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখেছিলাম, রুপোর মাস্ক পরে ঘুরছে একটা লোক। সেখানে থেকেই সোনার মাস্কের কথা মাথায় আসে। এরপরই আমি সোনার কারিগরের সঙ্গে কথা বলি। এক সপ্তাহের মধ্যে সে আমাকে এটা বানিয়ে দিয়েছে।
শঙ্কর আরো জানান, আমার বাড়ির সবার সোনার প্রতি খুব টান। ওরা চাইলে ওদের জন্যেও সোনার মাস্ক বানিয়ে দেব।
বাংলা/এনএস