একদিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে মারা গেছেন আরো ১৩ জন। এদের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি ১০ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
গতকাল ৪ জুলাই, শনিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্র।
সূত্র জানায়, আগের ২৪ ঘণ্টায় ঢামেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ওহিদা ইসলাম (৬৬), চুয়াডাঙ্গার শ্রী আরা কুমার (৪৬) ও মিরপুর দারুসসালামের মোস্তাফা কামাল (৪৮) করোনায় আক্রান্ত ছিলেন।
বাকি ১৩ জন করোনার নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বাংলা/এসএ/
বিজ্ঞাপন
আপনার মন্তব্য লিখুন