২০১১ বিশ্বকাপ বিক্রির অভিযোগে দেশটির ক্রিকেটপাড়া এমনিতেই সরগরম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুশাল মেন্ডিস। তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে ৬৪ বছরের এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে! সেই অপরাধে লংকান পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে কলম্বোর পানাদুরা শহরে আজ ৫ জুলাই, রবিবার ভোরবেলা। ভোর পাঁচটার দিকে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন কুশাল মেন্ডিস। পথিমধ্যে একজন বৃদ্ধের উপর গাড়ি চালিয়ে দিলে ঐ বৃদ্ধের মৃত্যু হয়।
লঙ্কান গণমাধ্যমের খবর অনুযায়ী, গ্রেপ্তারের পর প্রথমে মেডিক্যাল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেয়া হয়। তারপর তাকে কোর্টে তোলায় কাজ শুরু হবে। কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতেই তার সাজা নির্ধারিত হবে।
শ্রীলঙ্কার জার্সিতে ৪৪ টেস্ট ও ৭৬ ওডিআই খেলা এই উইকেট রক্ষক ব্যাটসম্যান লকডাউন শেষে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেও ছিলেন। মাঠের ক্রিকেট ফেরার আগেই বিতর্কের জন্ম দিয়ে এখন সমালোচিত হচ্ছেন দেশজুড়ে।
বাংলা/আরএ/
আপনার মন্তব্য লিখুন