ভারতের দুটি রাজ্যে বজ্রপাতে একদিনেই ৪৩ জন প্রাণ হারিয়েছেন। গতকাল ৪ জুলাই, শনিবার দেশটির উত্তর প্রদেশ ও বিহারে এই প্রাণহানির পাশাপাশি আরো অন্তত ২৯ জন আহত হয়েছেন।
এর মধ্যে দেশটির সর্বাধিক জনবহুল রাজ্য উত্তর প্রদেশেই মারা গেছেন ২৩ জন। এ রাজ্যে আরো অন্তত ২৯ জন আহত হয়েছেন। রাজ্যটির সরকারি সূত্র জানায়, নিহত ২৩ জনের মধ্যে শুধু এলাহাবাদেই আট জন মারা গেছেন। এছাড়া মির্জাপুরে ছয় জন, ভাদোহিতে ছয় জন ও কৌশাম্বিতে দু’জনের মৃত্যু হয়েছে। আর জৌনপুরে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে।
এদিকে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় এদিন গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের জন্য ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে একই দিনে প্রতিবেশী রাজ্য বিহারে আরো অন্তত ২০ জন বজ্রপাতে নিহত হয়েছেন। সবমিলিয়ে গত দশ দিনে এই রাজ্যে বজ্রপাতে ১৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত ২৫ জুন একদিনেই ৯৭ জন মৃত্যুবরণ করেন। একই দিনে উত্তরপ্রদেশে মারা গিয়েছিলেন ২৪ জন।
বাংলা/এসএ/