ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৯ বছর পূর্ণ করতেন তিনি। মৃত্যুর পর এটি তার তৃতীয় জন্মদিন। তিনি না থাকলেও তার রেখে যাওয়া অগণিত ভক্ত-অনুরাগীরা আজ তাকে স্মরণ করছেন, তার জন্মদিনে নিজেদের মতো করে উদযাপন করছেন।
শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামে পরিচিত ছিলেন তিনি। আইয়ুব বাচ্চুর হঠাৎ মৃত্যুতে শুধু সংগীত জগত নয়, কেঁদে উঠেছে আপামর জনতা। ১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্ম নেন আইয়ুব বাচ্চু। তার বাবা ইশহাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম। তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। পরিবারের নিষেধ সত্ত্বেও গানের প্রতি ভালোবাসা থেকে দেশ জয় করেছেন। বাংলা ব্যান্ড সংগীত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ মাতিয়েছেন তিনি।আইয়ুব বাচ্চু চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অনেক অমর সৃষ্টি। যে সৃষ্টির মাধ্যমে তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্ম।
আপনার মন্তব্য লিখুন