তালেবানের কাবুল দখলের পর কয়েকজন সহযোগীসহ পালিয়ে তাজিকিস্তান যান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সেখানে তার জায়গা হয়নি বলে জানাচ্ছে বেশ কিছু সংবাদমাধ্যম।
বিমান অবতরণ করলেও তাজিকিস্তান থেকে ফিরিয়ে দেয়া হয় প্রেসিডেন্ট ঘানিকে। এরপর তার বিমান যায় ওমানে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, সোমবার ওমানেই আছেন আশরাফ ঘানি। সেখানে আশ্রয় পাবেন কি না সেটা এখনো চূড়ান্ত হয়নি।
আশরাফ ঘানির সঙ্গে রয়েছেন তার সময়ের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক উপদেষ্টা হাবিবুল্লাহ মোহিব।
তালেবান দেশটির বেশির ভাগ প্রাদেশিক শহর দখলের পর কাবুল দখল করে রোববার। এরপর ক্ষমতা নিয়ে শুরু হয় দেনদরবার। দফায় দফায় চলতে থাকে আফগান-তালেবান বৈঠক।
সে সময় এক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে জানান, রক্তপাত এড়াতেই তিনি দেশ ছেড়েছেন।
তালেবানের কাছে মাথা নত না করার ঘোষণা দেয়া ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এখন রয়েছেন তাজিকিস্তানে।
আশারাফ ঘানির রয়েছে আমেরিকার নাগরিকত্ব। ধারণা করা হচ্ছে, ওমানে আশ্রয় না পেলে আশরাফ ঘানি যাবেন যুক্তরাষ্ট্রে।
আপনার মন্তব্য লিখুন