হঠাৎ করেই গুজব ছড়িয়ে পড়ে প্লেব্যাক সম্রাট কিংবদন্তি কণ্ঠশিল্পী ‘এন্ড্রু কিশোর মারা গেছেন’। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিল্পীর মৃত্যুর খবর অনেকে শেয়ার করতে থাকেন কোনধরনের যাচাই না করেই।
বিষয়টি নিয়ে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘এন্ড্রু কিশোর এখনো তো আমাদের মাঝে আছেন। কারা ফেসবুকে এগুলো ছড়াচ্ছে কেনো ছড়াচ্ছে বুঝতে পারছিনা। হতে পারে তাদের জানার ভুল। তবে এন্ড্রু কিশোরের অবস্থা খুব একটা ভালো নয়। বলা যায় আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন। তার বোনের ক্লিনিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। এই অবস্থায় দয়া করে কেউ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না।’
প্রসঙ্গত, ২০১৯ সালে এন্ড্রু কিশোরের ক্যান্সার ধরা পড়ে। পরে ক্যামোথেরাপি দেয়া শুরু হয়। জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের দীর্ঘ ৯ মাস চিকিৎসা শেষে গত ১১ জুন দেশে আসেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।