বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা দুই মাস পর মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে এলো।
সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে কোনো রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
সর্বশেষ ২৬ জুন মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে ছিল। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে গোটা বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১১৩ জন। আর এ সময়ের মধ্যে ৮৩২ জন সুস্থতা লাভ করেছেন।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
বিজ্ঞাপন
আপনার মন্তব্য লিখুন