আমরা চোর ধরেও চোর হয়ে যাচ্ছি বলে সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন তিনি। দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরও সমালোচনার জবাবে এমনটা বলেন প্রধানমন্ত্রী।
রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা এবং স্বাস্থ্য খাতে দুর্নীতির বিষয়ে সংসদে বিরোধী দলের সদস্যদের সমালোচনার জবাবে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘কে কোন দলের সেটা বড় কথা না। কে এ ধরণের দুর্নীতি, অনিয়মের সাথে জড়িত- আমরা যাকেই পাচ্ছি, যেখানেই পাচ্ছি ধরছি। আর ধরছি বলেই যেন, আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি। আমরাই ধরি আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হলো দুর্ভাগ্য।’
প্রসঙ্গত, ৭ জুলাই, মঙ্গলবার সন্ধ্যায় জারি করা এক নির্দেশনায় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনার (কোভিড-১৯) পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়া এবং মেয়াদপূর্তির পরও লাইসেন্স নবায়ন না করায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় মেডিকেল প্র্যাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবটরেটরি রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী ওই হাসপাতালের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
বাংলা/এনএস