মন্ত্রীসভার বৈঠকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদউ গন কুলিবালি। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে।
ওই প্রতিবেদনে বলা হয়, বুধবার মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী। এরপর দ্রুতই হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জানান, ‘আমার ছোট ভাই আমাদউর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। গত ৩০ বছর ধরে তিনি আমার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দেশের প্রতি আমাদউর ভালবাসা এবং অনুরাগ দেশবাসী আজীবন মনে রাখবে।’
প্রধানমন্ত্রীর আচমকা মৃত্যুতে আফ্রিকার দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। এ বছর অক্টোবরে আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে শাসক দলের প্রার্থী হওয়ার কথা ছিলো আমাদউরের।