প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন মৃধা মারা গেছেন। ১০ জুলাই, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে লোকমান হোসেন মৃধার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতির দায়িত্বে ছিলেন। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে অতুল সরকার জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লোকমান হোসেন মৃধার একান্ত সহকারী সচিব রেজাউল করিম মিঠু জানান, গত ২২ জুন তার শরীর খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন করোনা শনাক্ত হয় এবং শারীরিক অবস্থার আরো অবনতি হয়। এরপর তাকে ২৪ জুন ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ভেন্টিলেটরের নেয়া হয়।
লোকমান হোসেন মৃধার মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফরিদপুর-২ আসনের এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ আরো অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলা/এনএস