আগামী আক্টোবর মাসের মধ্যেই প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছি যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। কোম্পানিটির সিইও অ্যালবার্ট বোরলা এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
এজন্য জার্মান কোম্পানি বায়ো এনটেকের সঙ্গে যৌথভাবে কাজ করছে ফাইজার। সম্প্রতি এই ভ্যাকসিনটি পরীক্ষামূলক প্রয়োগে করা হয়। আর তাতে আশানরূপ ফলও মিলেছে। এমন খবর প্রকাশ করেছে টাইম অনলাইন।
এ বিষয়ে অ্যালবার্ট বোরলা বলেন, ‘অক্টোবর মাস নাগাদ আমাদের ভ্যাকসিনের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে অনুমোদন পেয়ে যাব। সেপ্টেম্বরে আমরা ভ্যাকসিনের কার্যকারিতার ফল জানতে পারবো।’
তাদের দাবি, করোনার জীবাণুকে ধ্বংস করতে সক্ষম এই ভ্যাকসিন। এটি স্বাস্থ্যবান মানুষের মধ্যে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে। তবে এটি বেশি মাত্রায় দেওয়া হলে জ্বরসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
তিনি আরো জানান, এখন বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে প্রয়োজনীয় ডোজ বিক্রি নিয়ে বাণিজ্যিক আলোচনা করছে ফাইজার। তবে এফডিএ অনুমোদন দিলে তারা উৎপাদন প্রক্রিয়া শুরু করবে।
প্রসঙ্গত, ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, ১০ জুলাই, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় ৫ লাখ ৫৭ হাজার ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৮৮৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ লাখ ২৪ হাজার ৯৮৭ জন।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন