বলিউডের ৯০ দশকের সেরা জুটির মধ্যে অন্যতম ছিলো করিশ্মা কাপুর ও গোবিন্দো। এই জুটির অসংখ্যা হিট ছবির একটি ‘শিকারি’। ২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবিটি শ্যুটিং করতে গিয়ে চিতাবাঘের সামনে পড়েছিলেন এই অভিনেত্রী। তবে সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের নিজের অ্যাকাউন্টে এই তথ্য জানান করিশ্মা। সঙ্গে ওই ছবিও পোস্ট করেন তিনি। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
ওই পোস্টে কারিশ্মা লিখেছেন, ‘এটা কোনো ভিএফএক্স নয়। সত্যিকারের চিতা। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, চিতাটি এভাবে এসে পড়ায়। তবে কিছু না করেই ও চলে যায়। সেদিন আমি যতটা ভয় পেয়েছিলাম ততটাই অভিভূত হয়ে গিয়েছিলাম, চোখের সামনে এভাবে চিতাকে চলে আসতে দেখে।’
এ সময় করিশ্মা তার ফ্যানেদের কাছে জানতে চান, ‘বলুন তো এটা কোন ছবি?’ ফ্যানেরা অবশ্য ছবি দেখেই বলে দিয়েছে ছবির নাম ‘শিকারি।’
জানা গেছে, আফ্রিকার জঙ্গলে ‘শিকারি’ ছবিটির শ্যুটিং চলছে। হুট খোলা জিপে বন্দুক হাতে করিশ্মা শট দিতে ব্যস্ত। এ সময় হঠাৎ কোথা থেকে এক বন্য চিতা এসে হাজির। সোজা উঠে পড়ল জিপের ওপর। করিশ্মার তো প্রাণ যায় যায় অবস্থা। চুপচাপ কাঠ হয়ে বসে থাকলেন নিজের সিটে। তবে কিছু না করেই চলে যায় ওই চিতা। ওই সময়ই এই ছবিটি তোলাও হয়েছিল।
প্রসঙ্গত, ‘শিকারি’ ছবিটির পরিচালক ছিলেন এন চন্দা। শ্যুটিং হয়েছিল জংলি আফ্রিকার জঙ্গলে। সে সময় এত ভিএফএক্স ছিলো না। সত্যিই শ্যুট করা হত বেশিরভাগটাই। তবে সত্যিকারের জীবজন্তু নিয়ে শ্যুটিং করতে হলে সব সময় ট্রেন্ড পশুদেরই ব্যবহার করা হত। সঙ্গে ওই পশুর মাস্টারও থাকতেন।
বাংলা/এনএস