জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষের যুগে এসেও মানুষের কাছে এখনো প্রকৃতির অনেক কিছুই অজানা। নানা রহস্যের আঁচলে লুকিয়ে রেখে তার সম্পদভাণ্ডার। এবার প্রকৃতির আরেকটি সৌন্দর্য উন্মোচিত হলো মানুষের চোখে। হুবহু মানুষের মতো ঠোঁট-দাঁতঅলা মাছের খোঁজ মিলেছে।
তবে এবার আসলেই মানুষের ঠোট-দাঁতের মতো ঠোঁট-দাঁতঅলা মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ পাওয়া যায়। এই মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিতেই ভাইরাস হয়েছে সে ছবি।
জানা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক জলাশয়ে দেখতে পাওয়া যায় এই মানুষের মতো ঠোঁট-দাঁতঅলা মাছটি। এর নাম ট্রিগার ফিশ। দুটি রঙে বিভক্ত মাছটির শরীর। আর দুটি রঙের বিভাজনে আবার রয়েছেলাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। লম্বাটে মুখের মাছটির চোখের সামনে ধূসর রঙের সীমানা। যা দেখতে আবার খানিকটা বেল্টের মতো!