প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত ভারত। সোয়া আট লাখ মানুষ ইতোমধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে সংক্রমিতের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যেও বাড়ছে প্রাণঘাতী এ ভাইরাসটির সংক্রমণ।
এবার জনগণের মাঝে মাস্ক পরার বিষয়ে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কাজ করেছে মাদুরাইয়ের একটি রেস্তোরাঁ। তারা গ্রাহকদের মাঝে মাস্কের ডিজাইনে পরোটা তৈরি করে বিক্রি করছেন।
রেস্তোরাঁটির ম্যানেজার পুবালিঙ্গম বলন, ‘মাদুরাইয়ের মানুষরা খুব একটা মাস্ক পরছেন না। সেজন্যই আমরা মাস্কের মতো দেখতে পরোটা বানিয়েছি, যাতে মানুষ সতর্ক হন।’
খাবার অর্ডার দেওয়ার পর প্লেটে মাস্কের মতো ডিজাইনের পরোটা দেখলে গ্রাহকরা সচেতন হতে পারেন বলে আশা করছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।