ইকুয়েডরের তিনটি সংস্থার কাছ থেকে চিংড়ি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করলো চীন। সম্প্রতি দেশটিতে আমদানি করা চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এরপর নতুন করে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে চীনের সরকার।
ওই খবরে বলা হয়, চীনের বন্দরনগরী দালিয়ান ও জিয়ামেন শহরে আমদানি করা চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্যাকেটের ভেতরে কিংবা চিংড়িতে ভাইরাস পাওয়া যায়নি। কিন্তু চীন সরকার ঝুঁকি নিতে নারাজ। তাই চিংড়ি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন।
ওই নিষেধাজ্ঞা বলা হয়, প্যাকেটজাত দ্রব্যে ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিশেষ করে হিমায়িত পণ্যে ভাইরাস থাকার সম্ভাবনা সব থেকে বেশি।
এ বিষয়ে কাস্টমস কর্মকর্তা বি কেক্সিন জানান, জিনফাদি বাজারে ভাইরাস শনাক্তের পর খাদ্যপণ্য, প্যাকেট এবং এসবের আশেপাশে থাকা প্রায় ২২ লাখ জিনিসের নমুনা পরীক্ষা করা হয়েছে। ইকুয়েডর থেকে আমদানি করা চিংড়ির প্যাকেটে ভাইরাস শনাক্ত হয়েছে। তাই আপাতত চিংড়ি আমদানি বন্ধ রাখা হবে।
প্রসঙ্গত, গত মাসে চীনে নতুন করে করোনার সংক্রমণ দেখা দেয়। জিনফাদির একটি পাইকারি বাজারে আমদানি করা সলমন মাছ কাটার একটি বোর্ডের ওপর ভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর থেকেই চীন সলমন মাছ আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এছাড়াও আমদানি করা যে কোনো পণ্যের ওপর কড়া নজর রাখছে চীন।
আপনার মন্তব্য লিখুন