প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) হানা দিয়েছে বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারে। গতকাল ১১ জুলাই, শনিবার শুরুতে ‘বলিউড শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়ার কয়েক ঘণ্টা পরই জানা যায়, তার পুত্র অভিষেকও আক্রান্ত হয়েছেন।
এর আগেই টুইটারে নিজের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ জানান অমিতাভ বচ্চন। তিনি লিখেছিলেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। ওরা করেছে। তবে এখনো ফল পায়নি। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’
এদিকে করোনায় আক্রান্ত পিতা-পুত্রকে গতকাল শনিবার রাতেই মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। কোনো ঝুঁকি না নেয়ার জন্য জুহু বিচের তাদের বাড়ির কাছাকাছি এই হাসপাতালে অমিতাভ-অভিষেককে ভর্তি করেছেন পরিবারের সদস্যরা।
এদিকে তাদের করোনায় আক্রান্ত হওয়ার পরপরই বাকি সদস্যদেরও করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেয়া হয়। দ্রুতই এসেছে তাদের ফলাফল। ফলে জানা যায়, জয়া বচ্চন, ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যর নমুনায় করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।